সাহিত্য মানবমনের সরস উদ্বোধন করে। মানুষের চিন্তাকে, সৃষ্টিকে নতুন এক দিশারী এনে দেয় সাহিত্য। সাহিত্যের বলে মানুষ আরোহণ করতে পারে উন্নতির শিখরে- হোক সে মানসিক ও আত্মিক। প্রমথ চৌধুরী যথার্থই বলেছিলেন, “সাহিত্য হলো মনগঙ্গার তোলা জল, তাতে অবগাহন করেই আমাদের দু:খ ঘুঁচবে।”
সাহিত্যের কোনো বয়স নেই, কিন্তু সাহিত্যিকের আছে। তাই সকলের অন্তর্নিহিত সাহিত্যিকদের কথা চিন্তা করে, তাদের সাহিত্যসমৃদ্ধি করতে ২য় বারের মতো “গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল” আয়োজন করেছে “২য় গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল জাতীয় সাহিত্য উৎসব ২০২৪” যেখানে থাকছে একগুচ্ছ মুক্ত-সাহিত্যচর্চাকারী প্রতিযোগিতা, যেগুলোতে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের সাহিত্যিক বনে যাওয়ার দীর্ঘ লালিত প্রয়াসকে পূর্ণ করতে পারবে।